দুর্গাপুরে সিলিন্ডার তৈরীর কারখানায় আগুন
আমার কথা, দুর্গাপুর, ২২ নভেম্বর:
রান্নার গ্যাস সিলিন্ডার তৈরির কারখানায় অগ্নিকান্ডের ঘটনা দুর্গাপুরে। ২ টি দমকল ইঞ্জিন ঘটনাস্থলে এসে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কোকওভেন থানার অন্তর্গত করঙ্গপাড়া গ্রামের সংলগ্ন এই কারখানায় আজ সন্ধ্যাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে খবর। রান্নার গ্যাসের সিলিন্ডারের ধাতব কাঠামো তৈরী হতো এই বেসরকারি কারখানায়।
তবে এবিষয়ে সংবাদমাধ্যামে কাছে মুখ খুলতে চায়নি কারখানা কর্তৃপক্ষ।
প্রসঙ্গত: গতকাল কোকওভেন থানার অন্তর্গত সুকুমারনগরে একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার ফেটে জখম হন পাঁচজন, যার মধ্যে একজনের পরে মৃত্যু হয় হাসপাতালে। পরপর এই ঘটনায় এখন বেশ আতঙ্ক ছড়িয়ে ওই এলাকা জুড়ে।