মহিলা খনি কর্মীর আবাসনে আগুন, ঘটনা ঘিরে রহস্য

আমার কথা, অন্ডাল, ১২ আগস্ট:
মহিলা খনি কর্মীর আবাসনের আগুন পুড়ে ভস্মিভূত হল দুটি স্কুটি সহ একটি ওয়াশিং মেশিন। ঘটনাতে আতঙ্ক ছড়িয়েছে পরিবারের মধ্যে। তদন্ত শুরু করেছে পুলিশ। অন্ডাল থানার খাস কাজোরা খনি আবাসনের ঘটনা।
রবিবার গভীর রাতে ইসিএল এর খাস কাজোরা কোলিয়ারি এলাকাতে একটি আবাসনে আগুন লাগার ঘটনা ঘটে। ওই আবাসনে দুই মেয়েকে নিয়ে থাকেন খনি কর্মী, রঞ্জু দেবী। সোমবার সকালে ঘটনায় তোলে গিয়ে দেখা যায় আবাসনের পেছনদিকে পাচিল ঘেরা উঠোনের মধ্যে আগুনে পুড়ে ভস্মিভূত হয়ে পড়ে রয়েছে দুটি স্কুটি ও একটি ওয়াশিং মেশিন।
রঞ্জু দেবী বলেন রবিবার রাত্রি দেড়টা নাগাদ কেউ বা কারা উঠোনের দেওয়াল টপকে আগুন লাগিয়ে পালায়। ঘুমিয়ে পড়ার কারণে বিষয়টি প্রথমে তারা বুঝতে পারেনি। বিষয়টি নজরে আসার পর পাড়া-প্রতিবেশীদের খবর দিলে তারা ছুটে আসেন। আসে অন্ডাল থানার পুলিশও। ঘটনাস্থলে কেরোসিন তেলের বোতল ও একটি মাস্ক পড়ে থাকতে দেখা যায়। ব্যক্তিগত শত্রুতার কারণে কেউ এমনটা করে থাকতে পারে বলে ধারণা প্রতিবেশীদের। কিভাবে ঘটনাটি ঘটলো তা জানার জন্য তদন্ত শুরু হয়েছে বলে জানান অন্ডাল থানার আধিকারিক।