খনি আবাসনে আগুন, আতঙ্ক এলাকায়

আমার কথা, পান্ডবেশ্বর, ৮ ফেব্রুয়ারী:
খনি আবাসনে আগুন লাগার ঘটনায় এলাকায় ছড়ালো আতঙ্ক। রবিবার বেলা দশটা নাগাদ ঘটনাটি ঘটে বৈদ্যনাথপুর পঞ্চায়েতের শ্রীপান্ডবেশ্বর খনি আবাসন এলাকায়। ঘটনা সূত্রে জানা যায় প্রকাশ দাস নামে জনৈক ব্যক্তি আবাসনে তালা দিয়ে বাজার গিয়েছিলেন। সেই সময় তার আবাসনে আগুন লাগার ঘটনাটি ঘটে। প্রতিবেশীরা ফোন করে প্রকাশ বাবুকে আগুন লাগার খবর দেন। তিনি ফিরে এলে স্থানীয়রা জল ঢেলে আগুন নেভানোর কাজ শুরু করে। বেশ কিছুক্ষণ পর আগুন নিয়ন্ত্রণে আসে। প্রকাশ বাবু জানান আগুন লাগার ফলে ফ্রিজ, ওয়াশিং মেশিন, সাইকেল সহ বেশ কিছু আসবাব নষ্ট হয়ে গেছে। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে অনুমান স্থানীয়দের।