অল্পের জন্য প্রাণে বাঁচলেন মা ও ছেলে, দুর্গাপুরে চলন্ত গাড়িতে আগুন
আমার কথা, দুর্গাপুর, ১০ ফেব্রুয়ারী:
দুর্গাপুরের জাতীয় সড়কে চলন্ত গাড়িতে আগুন। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ালো শনিবার দুপুরে। প্রসঙ্গত দুর্গাপুরের ডিভিসি মোড়ের কাছে ১৯ নম্বর জাতীয় সড়কের ওপর একটি চার চাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । দুর্গাপুরের বিধান নগরের বাসিন্দা সমক চ্যাটার্জী তার মাকে নিয়ে ওই গাড়িতে করে সিটি সেন্টারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য আসছিলেন। হঠাৎই তিনি ডিভিসি মোড় পার করার পর দেখতে পান চলন্ত গাড়িতে ধোঁয়া বেরোচ্ছে। তৎক্ষণা তড়িঘড়ি মাকে নিয়ে নেমে পড়েন সে। নিমেশের মধ্যে গাড়িটি দাউ দাউ করে জ্বলে যায়। অল্পের জন্য রক্ষা পায় মা ও পুত্র। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল বাহিনীর একটি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণ করে গাড়িটিকে সরিয়ে নিয়ে যায় পুলিশ। আগুন লাগার কারণ নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।