সিটিসেন্টারে বাড়ির দোকানে ভয়াবহ অগ্নিকান্ড, আতঙ্ক
আমার কথা, দুর্গাপুর, ২৪ জানুয়ারী:
অক্সিজেন সিলিন্ডার ফেটে কেঁপে উঠল এলাকা, ক্ষতি বাড়ির একাংশের। বুধবার সকালে ঘটনাটি ঘটে সিটি সেন্টার সংলগ্ন কবিগুরু এলাকায় । ফ্রিজ মেরামতির দোকানে অক্সিজেন সিলিন্ডারে বিস্ফোরণের জেরে ঘটনাটি ঘটে।
বুধবার সাত সকালে দুর্গাপুরের সিটি সেন্টার সংলগ্ন কবিগুরু এলাকার একটি ফ্রিজ মেরামতির দোকানে বিস্ফোরণের জেরে আগুন লেগে যায়। ক্ষতি হয় বাড়ির একাংশ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। প্রায় ৪৫ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক জয়দীপ পাল জানান বাড়ির নিচের তলার একাংশে ফ্রিজ মেরামতির দোকান করেন প্রবীর মান্না নামে এক ব্যক্তি। উপর তলায় প্রবীরবাবুর পরিবার ভাড়া থাকে। আজ সকালে দোকানে বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিস্ফোরণের জেরে আগুন লাগে, দ্রুত সেই আগুন ছড়িয়ে যায়। দোকানটি ভষ্মিভূত হওয়া ছাড়াও বিস্ফোরণের জেরে বাড়ির একাংশের ক্ষতি হয়েছে বলে দাবি করেন জয়দীপবাবু। ঘটনার পর ভষ্মিভূত দোকানে দেখা যায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে অক্সিজেন সিলিন্ডার। যেগুলো ব্যবহার হয় ফ্রিজ মেরামতির কাজে। সেই সিলিন্ডার বিস্ফোরণের কারণেই ঘটনাটি ঘটেছে বলে অনুমান স্থানীয়দের। শর্ট সার্কিট থেকেও বিস্ফোরণ ঘটে থাকতে পারে বলে জানান একদম দমকল কর্মী।
উল্লেখ্য গত বছরের ২৫-শে ডিসেম্বর দুর্গাপুরের বি-জোন এর উইলিয়াম কেরি মোরে একটি ঘরের মধ্যে রান্নার গ্যাস সিলিন্ডার গ্যাস লিক করে মৃত্যু হয় দু’জনের, অসুস্থ হন ৬ জন। ২২-শে নভেম্বর ২০২৩ তারিখে দুর্গাপুরের কোকোভেন থানার সুকুমার নগর এলাকায় এক ক্যাটারিং সংস্থার মজুত সিলিন্ডার বিস্ফোরণে জখম হন পাঁচজন। পুনরায় একই রকম ঘটনা ঘটায় আতঙ্ক ছড়িয়েছে শিল্প শহরে।