ফের গাড়িতে আগুন, এবার বেনাচিতিতে ভস্মীভূত হল পুলকার

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৫ডিসেম্বরঃ
উৎসবের সকালে ফের আতঙ্ক ছড়ালো শিল্পাঞ্চল দুর্গাপুরে। ফের “গাড়িতে আগুন” কান্ডের ঝলক দেখা দিলো শহরে। দুর্গাপুরের বেনাচিতির জে কে পাল লেনে বাড়ির বাইরে রাস্তার উপর দাঁড়িয়ে থাকা একটু পুলকার সম্পূর্ণ ভস্মীভূত হয় গেল আগুনে। আর এই ঘটনা ফের একবার সকলের মনে উস্কে দিলো অতীতে এই শহরে ঘটতে থাকা একের পর এক গাড়িতে আগুন লাগার ঘটনা। যদিও পুলিশের তরফে অপরাধীকে তাড়াতাড়ি গ্রেফতারের আশ্বাস দোয়া হয়েছে।
পুলকার মালিক সুখেন রুইদাস জানান, তাঁর পুলকারটি প্রতিদিন বাড়ির বাইরে রাস্তার উপরেই দাঁড় করানো থাকে। আজ সকালে ঘুম থেকে উঠে তিনি বাইরে বেরিয়ে দেখেন তাঁর পুলকারটি সম্পূর্ণ আগুনে পুরে গেছে। খবর দেওয়া হয় পুলিশে। দুর্গাপুর থানার পুলিশ গিয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখে অভিযোগ দায়ের করে নিয়ে তদন্ত শুরু করেছে।