দুর্গাপুর ইস্পাত নগরীর বন্ধ ঘরে আগুন, আতঙ্ক
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৮জুনঃ
আগুনে ভস্মীভূত হয়ে গেল দুর্গাপুর ইস্পাত নগরীর একটি আবাসনের জিনিসপত্র। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের এ-জোনের ট্রাঙ্ক রোডের ১৬/১৮ নং আবাসনে। ওই আবাসনের বাসিন্দা রামচন্দ্র বুধবার সকালে স্নান করে পুজো আর্চা সেড়ে ঠাকুরের সামনে ধূপ প্রদীপ জ্বালিয়ে ঘর বন্ধ করে সেলুনে গেছিলেন। এদিকে ঘরে জ্বুলতে থাকা ধূপের থেকে কোনো ভাবে ঘরে আগুন লেগে যায় আর সেই আগুন খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে সারা বাড়িতে। এদিকে আবাসন থেকে কালো ধোঁয়া বের হতে দেখতে পান প্রতিবেশীরা। সাথে সাথে তাঁরা দমকল বিভাগে খবর দিলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছোয় ঘটনাস্থলে। প্রায় ঘন্টা খানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ঘরের বেশির ভাগ আসবাবপত্র পুড়ে যায়। এদিকে অগ্নিকান্ডের এই ঘটনায় আতংক ছড়িয়ে পরে এলাকায়। দমকল বিভাগের পক্ষ থেকে জানানো হয় যে, সঠিক সময়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে তা নয়ত বড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো।