দুর্গাপুরের ট্রাঙ্করোডের বস্তিতে আগুন
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১ মার্চঃ
দুর্গাপুর ট্রাঙ্ক রোড বস্তিতে আগুনে ভস্মীভূত হয়ে গেল চারটি বাড়ি।
পুলিশ সুত্রে জানা গিয়েছে, আজ মঙ্গলবার আনুমানিক সন্ধ্যে ৭টা নাগাদ ট্রাঙ্ক রোড বস্তিতে হঠাৎই আগুন লাগে। অরুন রায় ও বাবাই রুইদাসের ঘরে প্রথমে আগুন লাগে। খবর পেয়ে ছুটে আসে পরিবারের লোকজন। বাড়ির লোকজন শিবরাত্রি পূজো দিতে গিয়ে ছিল। হঠাৎ খবর পেয়ে ছুটে এসে দেখে বাড়িতে আগুন লেগেছে। বাড়ির আসবাবপত্র সব কিছু পুড়ে ছাই হয়ে যায় বলে জানা গিয়েছে। খবর দেওয়া হয় দমকল বিভাগে। দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে।