জামুড়িয়ায় বেসরকারী কারখানায় বিধ্বংসী আগুন
আমার কথা, জামুড়িয়া, ২৪ ফেব্রুয়ারী:
সাত সকালে জামুড়িয়া শিল্পতালুকে একটি কারখানায় অগ্নিকান্ডে ব্যাপক আতঙ্ক ছড়ালো। ঘটনাটি ঘটেছে জামুড়িয়ার জাদুডাঙ্গায় বেসরকারি একটি কারখানায়া।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে, ওই কারখানাটিতে ইপি রোল তৈরী করা হয়। কারখানার গোডাউনে ছিল প্রচুর মালপত্র। আজ শনিবার সকাল আনুমানিক ৬.৩০ নাগাদ গোডাউনে আগুন লাগে। আগুনের তীব্রতা এতটাই ছিল যে কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। বহু দূর থেকেও আগুনের লেলিহান শিখা নজরে পড়ছিল। যেহেতু পেট্রোপণ্য জাত পদার্থে আগুন লাগে তাই আগুনের ভয়াবহতা বেশি ছিল। রানীগঞ্জ থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কি থেকে এই আগুন লাগে তা সঠিকভাবে জানা না গেলেও শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে কারখানার কর্মীদের একাংশের অনুমান। তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই।