দিনে দুপুরে সিটিসেন্টারের রাস্তায় বসে বাঘের মতো ওই প্রাণীটি কি?
আমার কথা, দুর্গাপুর, ৮ ফেব্রুয়ারী:
ক্ষণিকের দৃষ্টিতে মনে হয়েছিল যেন বাঘের বাচ্চা। কিছুর খোঁজে যেন জঙ্গল ছেড়ে রাজপথে উঠে এসেছে। কিন্তু তারপরেই সম্বিত ফিরলো। না বাঘ নয় এটি বাঘরোল। আর সেই বাঘরোলের নখের আঁচড়ে রক্তাক্ত হলেন দুজন বনকর্মী ও এক স্থানীয় যুবক।
দুর্গাপুরের সিটিসেন্টার লাগোয়া কলাবাগান বস্তি থেকে সেপকো যাওয়ার যে রাস্তাটি রয়েছে সেই রাস্তার উপর বেলা ১১টা নাগাদ দেখা যায় রাস্তার উপর বসে রয়েছে বাঘরোলটি। স্বভাবতই সেটি দেখে অনেকেই যেমন ঘাবড়ে যান তেমনই আতঙ্কিতও হয়ে পড়েন অনেকেই। পাশাপশি খবরটি চাউড় হতেই সেই বাঘরোলটি দেখতে ভিড় জমাতে থাকেন স্থানীয়রা। খবর দেওয়া হয় বনদপ্তরে। ঘটনাস্থলে আসেন বনদপ্তরের কর্মীরা। জাল ফেলে বাঘরোলটিকে ধরার চেষ্টা করতে গিয়ে পঙ্কজ রায় নামে এক বনকর্মী বাঘরোলের কামড় খেয়ে জখম হন। বাঘরোলের ধারালো নখের আঁচড়ে জখম হন রাহুল বাউড়ি নামে এক যুবকও। প্রায় ঘন্টা খানেকের চেষ্টায় আয়ত্বে আনা সম্ভব হয় বাঘরোলটিকে।
বনকর্মী পঙ্কজ রায় বলেন, “এখানকার জঙ্গলে বাঘরোল আছে। মাঝে মাঝেই এদের দেখা পাওয়া যায়। নেউলের থেকে কিছুটা উন্নত প্রজাতির হয় এই বাঘরোল। এদের নখে ও দাঁতে বিষ আছে”।