হোটেলে যুবকের গুলিবিদ্ধর ঘটনার তদন্তে হোটেলে ফরেনসিক দল
আমার কথা, আসানসোল, ২১ ফেব্রুয়ারী:
আসানসোলের কুমারপুরে হোটেলে যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধার কান্ডে তদন্তে এল ফরেন্সিক টিম। বুধবার চার সদস্যদের ফরেন্সিক দল হোটেলের রুমে গিয়ে পরিদর্শন করেছেন। সূত্রের খবর বেশ কিছু নমুনা সংগ্রহ করেছেন। এদিন এই ফরেন্সিক টিমের সঙ্গে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ এবং আসানসোল দক্ষিণ থানার পুলিশও উপস্থিত ছিল।
প্রসঙ্গত মঙ্গলবার দুপুরে আসানসোলে কমিশনারের দপ্তর থেকে ঢিল ছোঁড়া দুরত্বে একটি হোটেলের রুম থেকে এক যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়েছিল। মৃতের নাম রোহন প্রসাদ রাম(২১)। এদিন ঘটনাস্থল পরিদর্শন করলেন ফরেন্সিক টিম। অন্যদিকে এদিন কুলটির নিয়ামতপুরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল মৃতের আত্মীয় ও পরিজনেরা।এদিন বরকার আসানসোল জিটি রোডের নিয়ামতপুর মোড় সংলগ্ন রাস্তার উপর গুলিবিদ্ধ যুবকের মৃতদেহ রেখে পথ অবরোধ করা হয়। ঘটনাস্থলে পুলিশ যায়। পরিবারের অভিযোগ খুন করা হয়েছে তাদের ছেলেকে। ঘটনার পিছনে রয়েছে এক যুবতী বলে অভিযোগ। আর এই অভিযোগে গুলিবিদ্ধ ঐ যুবকের দেহ ময়নাতদন্তের পর আসানসোল বরাকর জিটিরোডের নিয়ামতপুর মোড় সংলগ্ন রাস্তার উপর যুবকের মৃতদেহ রেখে পরিবার ও প্রতিবেশীরা বিক্ষোভ দেখান। এদিন পরিবারের পক্ষ থেকে অভিযোগ করেন ঘটনার পিছনে যে যুবতী রয়েছে তাকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। কারণ ঐ যুবতীকে গ্রেফতার করলে যুবতীর কাছ থেকে ঘটনার সঠিক কারণ উঠে আসবে এই দাবি পরিবার ও প্রতিবেশীদের।