কাঁকসায় কবিপক্ষে অরণ্য সংরক্ষণ সচেতনতার বার্তা
আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ৯ মেঃ
কাঁকসা থানার পুলিশের উদ্যোগে সোমবার বিকালে কবি পক্ষে অরণ্য সংরক্ষণ ও সচেতনতা অনুষ্ঠিত হলো কাঁকসার আড়া শিবতলা এলাকায়।
এদিন কবি গুরু রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদান করার পাশাপাশি প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন দুর্গাপুর পূর্বের বিধায়ক প্রদীপ মজুমদার, এছাড়াও উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি ইস্ট অভিষেক গুপ্তা,এছাড়াও উপস্থিত ছিলেন কাঁকসা থানার ভারপ্রাপ্ত আইসি সন্দীপ চট্টরাজ, কাঁকসার এসিপি শ্রীমন্ত বন্দ্যোপাধ্যায়, কাঁকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি তথা কাঁকসা পঞ্চায়েত সমিতির সদস্য দেবদাস বক্সী, কাঁকসা ব্লকের অন্যতম তৃণমূল নেতা পল্লব বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা।
এদিন কবিগুরু রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদান করে কবিগুরুর জন্ম জয়ন্তী পালন করার পাশাপাশি কবিগুরুকে শ্রদ্ধা জানিয়ে পরিবেশ রক্ষার জন্য বন জঙ্গল রক্ষা করার উদ্দেশ্য নিয়ে এলাকার মানুষকে সচেতন করতে মুখোশ পরে নাটকের মাধ্যমে বন জঙ্গল কাটলে পরিবেশের পাশাপাশি মানুষের জীবনে কতটা প্রভাব পড়তে পারে তা তুলে ধরা হয়। পাশাপাশি বন-জঙ্গলে আগুন ধরিয়ে দিলে বন জঙ্গলে বসবাস করা জীবজন্তুর কতটা পরিমাণ ক্ষতি হয় তা তুলে ধরার পাশাপাশি বন্য জন্তুদের চোরাশিকারের হাত থেকে বাঁচানোর জন্য নাটকের মাধ্যমে সকলকে এগিয়ে আসার জন্য আবেদন করা হয়। এছাড়াও জঙ্গলে যাতে কেউ আগুন না লাগায় সেই কারণে সকলকে সচেতন করেন দুর্গাপুর পূর্বের বিধায়ক ও পুলিশ আধিকারিকরা।
দুর্গাপুর পূর্বের বিধায়ক প্রদীপ মজুমদার বলেন কবিগুরুর যে প্রকৃতির প্রেম সেই প্রকৃতির প্রেমকে আজকের অনুষ্ঠান অন্য একটা মাত্রায় পৌঁছে দিয়েছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। কবিগুরু রবীন্দ্রনাথ প্রকৃতিকে এতটাই ভালোবাসতেন যে তিনি প্রকৃতিকে নষ্ট বা ধ্বংস না করে তিনি সেখানেই পঠন-পাঠনের ব্যবস্থা করেছিলেন।