বাজেয়াপ্ত অজগর, বিপদে বৃদ্ধ সাঁপুড়ে
আমার কথা, আসানসোল, ১৭ ডিসেম্বর:
উড়িষ্যার ভুবনেশ্বরের বাসিন্দা বৃদ্ধ অশোক দাস। তিনি বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে সাপখেলা দেখিয়ে অর্থউপার্জন করে কোনো মতে সংসার চালান। রবিবার সকালে আসানসোলের কুমারপুর তিলাবাদ এলাকায় ঐ বৃদ্ধ অশোক দাস অজগর সাপ নিয়ে খেলা দেখাতে এলে বনদপ্তরের অধিকারিকেরা খবর পেয়ে ঐ এলাকায় পৌঁছে অজগর সাপটি উদ্ধার করে নিয়ে যায়। বৃদ্ধ অশোক দাস ওই অজগর সাপটি ঝোলাতে ভরে বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে খেলা দেখিয়ে অর্থ ও চাল উপার্জন করেন আর তা দিয়েই তার সংসার চলে বলে জানান তিনি। এই সাপখেলা দেখিয়ে কখনো ৬০টাকা বা ৭০থেকে ৮০টাকা উপার্জন হয় সাথে খেলা দেখিয়ে ভাতের চাল পান সেই সব বাড়ী নিয়ে যান যা দিয়ে কোনোমতে সংসার চলে। এ ছাড়া তার সংসারে চারটি কন্যা রয়েছে যাদের এখনো বিয়ে হয়নি। এই ভাবেই চলে তার সংসার। কিন্তু খেলা দেখানো সেই অজগর সাপটি বনদপ্তরের কর্মীরা উদ্ধার করে নিয়ে যাওয়াতে এখন অথৈ জলে পড়েছেন বৃদ্ধ অশোক দাস। তবে বন্দপ্তরের কর্মীরা বলেন গোপনসূত্রে খবর পেয়ে অজগর সাপটি উদ্ধার করে সুরক্ষিত যায়গায় ছেড়ে দেওয়া হবে। এই ভাবে সাপ নিয়ে ঘোরা আইন বিরোধী কাজ। যারা এখনো করছেন তারা যেন না করেন এই বার্তা দেন উদ্ধার করতে আসা বনদপ্তরের কর্মীরা।