পানাগড় সেনা ছাউনি সংলগ্ন জঙ্গলে আগুন, ঘটনাস্থলে ৩টে দমকল ইঞ্জিন
আমার কথা, পশ্চিম বর্ধমান, ১২এপ্রিলঃ
পানাগড় সেনা ছাউনি এলাকার জঙ্গলে আগুন । ঘটনা স্থানে দমকল বাহিনী। আগুন নিয়ন্ত্রণে আনতে সেনা বাহিনীর দমকল ও রাজ্যের দমকল বাহিনী একত্রিত ভাবে কাজ শুরু করে। প্রতিবছরই বর্ধিত ও অবাঞ্ছিত জঙ্গল সাফ করার জন্য আগুন লাগিয়ে তা পুড়িয়ে সাফ করা হয় পানাগড় সেনা ছাউনিতে। প্রতি বছরের ন্যায় এ বছরও সেই কাজই করা হচ্ছিল। কিন্তু এবারে আগুন নিয়ন্ত্রণের বাইরে বেরিয়ে যাওয়ায় বেশ বিপাকে পড়তে হয়েছিল পানাগড় সেনা ছাউনির দায়িত্বপ্রাপ্ত সেনাদের। শেষে তিনটি দমকলের গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের খবর মুহূর্তের মধ্যে চাউড় হয়ে যায় সেনা ছাউনি সংলগ্ন জনবসতি এলাকায়। ফলে স্বভাবতই আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা। তবে আগুন নিয়ন্ত্রনে চলে আসায় স্বস্তির নিঃশ্বাস ফেলেন এলাকাবাসীরা।
প্রসঙ্গতঃ বেশ কয়েকটি জঙ্গলে আগুন লাগার এরকম ঘটনা এখন বেশ ভাবিয়ে তুলেছে সাধারন মানুষকে। বছর খানেক আগে আমাজন জঙ্গলে আগুন লেগে পুড়ে যায় লক্ষ লক্ষ প্রাণী। এরপর বাঁকুড়ার অতি পরিচিত শুশুনিয়া পাহাড়ের জঙ্গলেও অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুন লাগার সঠিক কারন জানা না গেলেও আগুনের ভয়াবহতা এতটাই ছিল যে সেই আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয় দমকল বিভাগে। এরপর গত বুধবার পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা ড়োড সংলগ্ন আড়াবারি জঙ্গলেও আগুন লেগে যায়। আড়াবাড়ি রেঞ্জের বনকর্মীদের প্রাথমিক অনুমান ছিল শিকারের উদ্দেশ্যে কেউ বা কারা পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে দেয় জঙ্গলে। সেই আগুন নিয়ন্ত্রণে বাইরে বেরিয়ে গিয়ে এক হেক্টরের বেশি শাল জঙ্গলের ক্ষতি করেছে বলে বন দপ্তর সুত্রে জানা গেছিল।
কিন্তু রাজ্যে এভাবে জঙ্গলে কেন বারবার আগুন লাগছে তা নিয়ে বেশ উদ্বিগ্ন রাজ্যবাসী।