অভিমান ভুলে প্রার্থীর হয়ে প্রচারে নামলেন গলসীর প্রাক্তন বিজেপি প্রার্থী তপন বাগদি
আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ৪এপ্রিলঃ
দলের বিরুদ্ধে সমস্ত ক্ষোভ বিক্ষোভ ভুলে ফের স্বমহিমায় নির্বাচনী প্রচারে নামলেন তপন বাগদি। রবিবার কাঁকসায় নির্বাচনী প্রচারে আসেন গলসী বিধানসভার বিজেপির প্রার্থী বিকাশ বিশ্বাস। এদিন তার নির্বাচনী প্রচারে যোগ দিতে আসেন তপন বাগদি।
প্রসঙ্গতঃ গলসী বিধানসভা নির্বাচনে তপন বাগদিকে প্রথম বিজেপির প্রার্থী করে। তপন বাগ্দির বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ থাকায় গলসী বিধানসভার বিভিন্ন এলাকায় তপন বাগদির নামে নানান ধরনের পোস্টার পড়তে থাকে। যার ফলে অস্বস্তিতে পড়তে হয় দলকে। এরপরেই তপন বাগদিকে প্রার্থী পদ থেকে সরানোর সিদ্ধান্ত নেয় বিজেপির উচ্চ নেতৃত্ব। এর পরেই দলের বিরুদ্ধেই বিক্ষুব্ধ হয়ে ওঠেন তপন বাগদি। বর্ধমান সদরে তিনি সাংবাদিক সম্মেলন করে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছিলেন যদি তাকে প্রার্থী পদ থেকে সরানো হয় তবে তিনি বিজেপির সদর দপ্তরের সামনে আত্মহত্যা করবেন। যদিও বিজেপি নেতৃত্ব শেষমেষ তাকে সরিয়ে গলসী বিধানসভার প্রার্থী করে দুর্গাপুরের বাসিন্দা তথা কাঁকসা অযোধ্যা হাইস্কুলের শিক্ষক বিকাশ বিশ্বাসকে। প্রার্থী হওয়ার পরই বিকাশ বিশ্বাস তপন বাগদি সাথে দেখা করেন দলের বিরুদ্ধে তপন বাগদির যে মান অভিমান ছিল তা মিটিয়ে নেওয়ার জন্য তাকে আবেদন করেন। দলের বিরুধ্যে সমস্ত মান অভিমান ক্ষোভ মিটিয়ে রবিবার নির্বাচনী প্রচারে যোগ দিতে তপন বাগদি কাঁকসায় হাজির হতেই তাকে ফুলের মালা পরিয়ে স্বাগত জানান গলসী বিধানসভার বিজেপির প্রার্থী বিকাশ বিশ্বাস।
তপন বাগদি জানিয়েছেন দলের বিরুদ্ধে যে সমস্ত ক্ষোভ-বিক্ষোভ তার ছিলো সব মিটে গেছে। তিনি দীর্ঘদিন ধরে দলের সঙ্গে যুক্ত রয়েছেন বলে দলের যে অনুশাসন রয়েছে তা মেনে সকলকে চলতে হয়। ব্যক্তির থেকে দল বড় তাই দলের সিদ্ধান্ত মেনে তিনি সংগঠন আরো মজবুত করতে চান এবং গলসী বিধানসভার বিজেপি প্রার্থী বিকাশ বিশ্বাসকে জেতানোর জন্য তিনি প্রচারে কোনরকম খামতি রাখবেন না বলে জানিয়েছেন।
গলসি বিধানসভার বিজেপির প্রার্থী বিকাশ বিশ্বাস বলেন তপন বাগদি কে পাশে পেয়ে তার লড়াইয়ের শক্তি দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। প্রায় পঞ্চাশ শতাংশ কাজ তপন বাগদি ইতিমধ্যে করেই দিয়েছেন। বাকি পঞ্চাশ শতাংশ কাজ ভোটের দিন দেখা যাবে।