প্রয়াত হলেন দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন চেয়ারম্যান মৃগেন্দ্রনাথ পাল
আমার কথা, দুর্গাপুর, ২৮ মার্চঃ
চলে গেলেন দুর্গাপুর শিল্পাঞ্চলের প্রবীন রাজনীতিবিদ তথা দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন চেয়ারম্যান মৃগেন্দ্রনাথ পাল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। আজ বৃহস্পতিবার বিধাননগরে একটি বেসরকারি হাসপাতালে দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন।
মৃগেন্দ্রনাথ পালের জন্ম হয় বাঁকুড়ায়। কিন্তু দুর্গাপুরের মিশ্র ইস্পাত কারখানায় চাকরি পাওয়ার দরুন তিনি দীর্ঘ সময় ধরে দুর্গাপুরের হর্ষবর্ধন রোডে পরিবার নিয়ে বসুবাস করতেন। মিশ্র কারখানায় কাজ করার সময় থেকি তিনি কারখানার শ্রমিক রাজনীতিতে জড়িয়ে পড়েন। দুর্গাপুর নগর নিগমের ৮ নং ওয়ার্ডের প্রাক্তন পুরপিতা মৃগেন্দ্রনাথ পাল প্রয়াত মন্ত্রী তথা তৃণমূল নেতা সুব্রত মুখোপাধায়ের ঘনিষ্ঠ ছিলেন মৃগেনবাবু। সুব্রতবাবু যখন কংগ্রেসে ছিলেন সেই সময় থেকেই মৃগেনবাবু তাঁকে ‘গডফাদার’ বলে মানতেন। সুব্রতবাবুর যখন কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন তখন মৃগেনবাবুও সুব্রতবাবুর সাথে সাথে তৃণমূলে যোগ দেন। পর পর দুবার তিনি পুর নগমের নির্বাচনে জয়ী হন ৮ নং ওয়ার্ড থেকে। ২০১৭ সালের নির্বাচনে জয়ী হয়ে তিনি পুরসভার চেয়ারম্যান পদের দায়িত্ব পান। বেশ কিছুদিন ধরেই তিনি ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ার দরুন দিন কয়েক আগে তাঁকে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। মৃগেন্দ্রনাথবাবুর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শিল্পাঞ্চলে। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে মরদেহ দুর্গাপুর নগর নিগমে নিয়ে আসা হবে বলে জানা গিয়েছে। সেখান থেকে তাঁকে নিয়ে যাওয়া হবে বীরভানপুর মহাশ্মশানে।