দুর্গাপুর ইস্পাত কারখানার প্রাক্তন কর্মী গ্রেফতার, জঙ্গী যোগের অভিযোগ?

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৬ ডিসেম্বরঃ
দেশদ্রোহীতা ও প্রতারণার অভিযোগে দুর্গাপুর থেকে এক ব্যাক্তিকে গ্রেফতার করলো পুলিশ। ছত্তিসগড় পুলিসের জালে ধরা পড়লেন ২০১৩ সাল থেকে ফেরার ওই অভিযুক্ত। ধৃত ব্যাক্তির নাম রাজু খান। অভিযুক্তকে দুর্গাপুরের মহিস্কাপুর রোড এলাকা থেকে সোমবার গ্রেফতার করে ছত্তিসগড় পুলিশ।
পুলিশ সুত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে ছত্রিশগড়ের রায়পুর জেলার পুলিশ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট পুলিশের সাথে যোগাযোগ করে। এরপর দুর্গাপুর পুলিশের সহযোগিতায় ধৃতকে দুর্গাপুরের বাড়ি থেকে পাকড়াও করে।
সূত্রের খবর ধৃত রাজু খান দুর্গাপুর ইস্পাত কারখানায় পূর্বে কাজ করতেন। বর্তমানে দুর্গাপুরের মহিষ্কাপুর এলাকায় বসবাস করতেন তিনি। ২০১৩ সাল থেকে ছত্তিশগড়ের রায়পুর চালার একটি দেশদ্রোহিতার মামলায় ফেরার ছিলেন অভিযুক্ত। ছত্তিসগড় পুলিশের ডিএসপি(ক্রাইম) বিশ্বদীপক ত্রিপাঠী জানান দেশদ্রোহীতা সহ প্রতারনা ও বিভিন্ন মামলা রয়েছে রাজু খানের বিরুদ্ধে। ২০১৩ সাল থেকে পুলিশ তাকে খুঁজছিল। দীর্ঘ কয়েক বছরের প্রচেষ্টায় অবশেষে ধৃ্তের সন্ধান পান তারা। মোবাইলের সূত্র ধরেই তাকে পাকড়াও করে পুলিশ বলে জানা গেছে।
২০১৩ সালে ব্যাঙ্গালোর থেকে এক দম্পতিকে দেশদ্রোহীতার অভিযোগে গ্রেফতার করেছিল পুলিশ। পরবর্তীকালে তারা দোষী প্রমাণিত হয়। বর্তমানে তারা জেল হেফাজতে। তাঁদেরই সঙ্গে যোগসাজশের অভিযোগ রয়েছে ধৃত রাজু খানের বিরুদ্ধে।
জানা গেছে ২০১৩ সালে গ্রেফতার হওয়া দম্পতির ব্যাংক অ্যাকাউন্ট থেকে রাজু খানের অ্যাকাউন্টের টাকা লেনদেনের হদিশ পাওয়া গিয়েছিল। ধৃতকে সোমবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। দুর্গাপুর মহকুমা আদালত তাকে ৩ দিনের ট্রানজিট রিমান্ড দেয়।