মধুচক্রের আসরে হাতে নাতে ধরা পড়ল দুই মহিলা সহ চার
আমার কথা, পশ্চিম বর্ধমান(জামুড়িয়া), ২৪নভেম্বরঃ
জামুড়িয়া থানার অন্তর্গত কেন্দা ফাঁড়ির অধীন হরিপুর এলাকায় ইসিএলের আর এন কলোনি আবাসনে মধুচক্র চালাতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল দুই মহিলা ও দুজন পুরুষ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
এলাকাবাসীদের অভিযোগ, ইসিএলের আর এন কলোনির একটা দখল করা আবাসনে প্রায়দিনই চার চাকা গাড়ি আসে, কিছুক্ষন থাকে তারপর চলে যায় প্রায় দিন। এর থেকেই স্থানীয়দের সন্দেহ হয় যে, ওই আবাসনে নিশ্চয় কোন অবৈধ কার্যকলাপ চলছে। আজ মঙ্গলবার দুপুরে এলাকার কয়েকজন বাসিন্দা একটা মারুতি গাড়ি ঢুকতে দেখেন ওই আবাসনে। গাড়ি থেকে দুই মহিলা বাড়ির ভেতর প্রবেশ করলে স্থানীয়দের সন্দেহ হয়। স্থানীয়রা জামুড়িয়া থানার কেন্দা ফাঁড়িতে খবর দেয়। খবর পেয়ে এরপর পুলিশ সেখানে পৌঁছোলে পুলিশকে সাথে নিয়ে স্থানীয়রা কিছুক্ষন পর সেই বাড়ির ভিতরে প্রবেশ করলে আপত্তিকর অবস্থায় পাওয়া যায় দুই মহিলা সমেত তাদের পুরুষ সঙ্গীদের। বাড়ির মধ্যে থেকে উদ্ধার হয় মদের বোতল।
উল্লেখ্য সেই সময় বাড়ির ভিতর টিভিতে চলছিল নীল ছবি বলে স্থানীয়দের দাবি। পুলিশ বাড়ির থেকে দুই মহিলা সমেত দুজন পুরুষ সঙ্গীকেও আটক করে থানায় নিয়ে যায় ।
স্থানীয় বাসিন্দা নিত্যময় মন্ডল বলেন দীর্ঘদিন ধরেই পাড়ার লোকেদের সন্দেহ দখল করা ইসিএলের ওই আবাসনে কোনো অবৈধ কার্যকলাপ চলছে। আজ হাতে নাতে ধরা পড়ে সেই কান্ড। এইভাবে আবাসন এলাকার মধ্যে মধুচক্রের আসর বসার ফলে এলাকার পরিবেশ নষ্ট হতে পারে। স্থানীয়দের দাবি প্রশাসন এই ব্যাপারে কঠোর ব্যবস্থা নিয়ে দোষীদের কঠিন শাস্তি দিক। মধুচক্রের আসরে ধৃত দুই পুরুষ সঙ্গী শোনপুর বাজারির নিরাপত্তা কর্মী বলে স্থানীয়রা দাবি করেন।