মুখ্যমন্ত্রীকে নিয়ে অশ্লীল মন্তব্যের অভিযোগে দুর্গাপুরে গ্রেপ্তার চার যুবক
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৮সেপ্টেম্বরঃ
মুখ্যমন্ত্রীর সম্বন্ধে অস্লীল মন্তব্য করার অভিযোগে চারজন যুবককে গ্রেপ্তার করল পুলিশ। দুর্গাপুরের ২৪ নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের অভিযোগের ভিত্তিতে অভিরাম বিশ্বাস, সঞ্জয় দাস, সুবীর পোদ্দার ও শ্রীমন্ত দাস নামে ওই চার যুবককে গ্রেপ্তার করে নিউটাউনশিপ থানার পুলিশ। ধৃতদের আজ মঙ্গলবার আদালতে তোলা হলে তাদের পুলিশী হেফাজতের নির্দেশ দেয় আদালত।
পুলিশ সুত্রে জানা গেছে, মামড়ায় অভিযুক্ত ওই চারজন যুবক এলাকায় বসে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে নিয়ে অশ্লীল কথাবার্তা বলছিল যা ওই এলাকার তৃণমূল কর্মীদের কানে যায়। পাশাপাশি স্থানীয় সুত্রে এও জানা গেছে, যে ওই যুবকরা নিজেদের মধ্যে মুখ্যমন্ত্রীকে নিয়ে অস্লীল কথাবার্তা বলছিল আর তা পরে রেকর্ডিং করে এরপর ওই ওয়ার্ডের তৃণমূলের তরফে নিউটাউনশিপ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে ওই চার যুবককে পুলিশ গ্রেপ্তার করে।