লোন পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, আটক যুবক
আমার কথা, কাঁকসা, ২৩ আগস্টঃ
লোন পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ধৃত যুবকের নাম বিশ্বনাথ সাহা। ধৃতের বাড়ি কাঁকসার শেখপাড়া এলাকায়। শুক্রবার বিকেল চারটা নাগাদ পানাগড় বাজার থেকে ওই যুবককে আটক করে কাঁকসা থানার পুলিশ। প্রতারিতদের অভিযোগ ওই যুবক বিভিন্ন ব্যক্তির কাছে লোন পাইয়ে দেওয়ার নাম করে তাদের নথি নিয়ে। বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে ফাইনান্স এর মাধ্যমে টিভি ফ্রিজ সহ নানান জিনিসপত্র কিনে সেগুলি অন্যত্র বিক্রি করে সেই টাকা হাতিয়ে নেয়। অপরদিকে যে সমস্ত মানুষের নথি নিয়ে বিশ্বনাথ এই কারবার করছিল সেই বিষয়ে কিছুই জানতেন না প্রতারিতরা। এলাকাবাসীর অভিযোগ বেশ কিছু ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানির লোকেরা তাদের বাড়ি গিয়ে লোনের টাকা মেটানোর কথা জানাতেই বিষয়টা তারা জানতে পারে। এরপরই বিশ্বনাথের খোঁজ শুরু হয়। পানাগড় বাজারে আজ বিকেলে বিশ্বনাথ কে দেখতে পেয়ে তাকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ শুরু করতেই প্রথমে অস্বীকার করে বিশ্বনাথ। এরপরই এলাকাবাসী তাকে মারধর শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ। কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে আটক করে থানায় নিয়ে যায়। পাশাপাশি প্রতারিতরা বিশ্বনাথের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে যাতে ওই যুবক উপযুক্ত শাস্তি পায় সেই দাবিতে প্রশাসনের দ্বারস্থ হন।