ব্যবসায়ীর সাথে ৩৫ লক্ষ টাকার প্রতারণা, উড়িষ্যা থেকে গ্রেফতার এক মহিলা সহ ২
আমার কথা, কাঁকসা, ২৯ জুনঃ
প্রায় ১৮লক্ষ টাকা প্রতারণার দায়ে গ্রেফতার হলো এক ব্যক্তি ও এক মহিলা। সমীর নায়েক ও কল্পনা দেবী নামে অভিযুক্ত দুই জনের বাড়ি উড়িষ্যায়। অভিযুক্তদের শনিবার দুপুর ১টা নাগাদ দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করলো কাঁকসা থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে গত এক বছর আগে পানাগড়ের গাড়ির যন্ত্রাংশের ব্যবসায়ী মনপ্রীত সিং এর কাছে ৩৫ লক্ষ টাকা নেয় ওই দুই অভিযুক্ত। তার পরিবর্তে লোহার সামগ্রী দেওয়ার কথা হয়। দীর্ঘদিন ধরে পানাগড় বাজারের ওই ব্যবসায়ী টাকার বদলে লোহার যন্ত্রাংশ না পেয়ে বাধ্য হয়ে টাকা চাইলেও সেই টাকা না পেয়ে অবশেষে গত মে মাসে কাঁকসা থানায় লিখিত অভিযোগ জানান তিনি। অভিযোগের ভিত্তিতে উড়িষ্যা থেকে গতকাল রাতে ওই দুইজনকে গ্রেফতার করে কাঁকসা থানার পুলিশ।
অভিযোগকারী ব্যবসায়ী মনপ্রীত সিং জানান, সমীরের সাথে ব্যবসায়িক সম্পর্ক ছিল আগে থেকে। অনেক সময়েই তাঁর থেকে গাড়ির যন্ত্রাংশ কিনিতেন মনপ্রীত। ২০২৩ সালে উড়িশ্যার একটি বন্ধ কারখানা থেকে যন্ত্রাংশ নিয়ে মনপ্রীতের কাছে পাথানোর কথা ছিল সমীরের। চুক্তির প্রথম দিনেই দুই লক্ষ টাকা ওই ব্যবসায়ী সমীরকে দেয়। পরে কয়েক দফায় বাকি টাকাটা তিনি সমীরকে পাঠান। কিন্তু টাকা দেওয়ার পরেও যত্রাংশ পাঠায় না সমীর। সমীরের সাড়া না পেয়ে তিনি উড়িষ্যায় গিয়ে সমীরকে যন্ত্রাংশ দেওয়ার অনুরোধ করেও তা না পেয়ে শেষে কাঁকসা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই ব্যবসায়ী। অভিযোগের ভিত্তিতে কাঁকসা থানার পুলিশ সমীর ও কল্পনাদেবীকে গ্রেফতার করে।