দল, মহিলা, যুব সংগঠনের অঞ্চল ও বুথস্তরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা তৃণমূলের
আমার কথা, লাউদোহা, ২৫ এপ্রিলঃ
পঞ্চায়েত ভোট আসন্ন তার আগে দলের সংগঠন শক্তিশালী করতে ব্যস্ত শাসকদল তৃণমূল কংগ্রেস। দিন কয়েক আগে দলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর উপস্থিতিতে পাণ্ডবেশ্বর ও লাউদোহা ব্লকের ব্লক ও অঞ্চল সভাপতিদের নাম ঘোষণা করা হয়েছে।সোমবার ঘোষণা করা হলো লাউদোহা ব্লকের ছ’টি অঞ্চলের দলের অঞ্চল কমিটি ও শাখা সংগঠন মহিলা ও যুব সংগঠনের অঞ্চল ও বুথস্তরের পূর্ণাঙ্গ কমিটি। এদিন সন্ধ্যায় লাউদোহা মোড়ে বিধায়ক কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে বিভিন্ন কমিটির পদাধিকারীদের নাম ঘোষণা করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দলের লাউদোহা ব্লক সভাপতি সুজিত মুখোপাধ্যায়, যুব ও মহিলা সংগঠনের ব্লক সভাপতি যথাক্রমে কৃষ্ণগোপাল ঘটক ও ক্ষমা নায়েক।
সুজিত মুখোপাধ্যায় জানান দলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর অনুমোদন সাপেক্ষে এদিন কমিটির পদাধিকারীদের নাম ঘোষণা করা হলো । যুব সংগঠনের ব্লক সভাপতি কৃষ্ণগোপাল ঘটক জানান ১৯৯৮ সালে দল গঠনের পর থেকে লাউদোহা ব্লকে যুব ব্লক সভাপতি থাকলেও ব্লকের বুথ স্তরে পূর্ণাঙ্গ কমিটি এতদিন ছিল না। এবারই প্রথম পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো। কৃষ্ণগোপাল ঘটক ব্লক সভাপতি, বিশ্বজিৎ ঘোষ সাধারণ সম্পাদক ছাড়াও কমিটিতে রয়েছেন একজন অর্গানাইজার সেক্রেটারি চারজন সম্পাদক, একজন ট্রেজারার ও সাতজন কমিটির সদস্য। ১৫ জনকে নিয়ে তৈরি হয়েছে যুব ব্লক কমিটি। যুব সংগঠনের ব্লক সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ জানান দলের প্রতি অনুগত ও সক্রিয়দের নিয়েই ব্লক কমিটি তৈরি করা হয়েছে। দলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী ও ব্লক সভাপতি সুজিত মুখোপাধ্যায়ের নির্দেশে যুব কমিটি কাজ করবে বলে জানান বিশ্বজিৎ বাবু।