পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হল বাংলার ভূমিপুত্র শহীদ শ্যামল দের শেষকৃত্য
আমার কথা, পশ্চিম মেদিনীপুর, ২৮জুনঃ
পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বাংলার ভূমিপুত্র তথা মেদিনীপুরের সিংপুরের পুরুষসিংহ শ্যামলের শেষকৃত্য সম্পন্ন হল। কাশ্মীরের অনন্তননাগে জঙ্গি হামলায় শহীদ শ্যামল দের এই শেষকৃত্যে শেষ শ্রদ্ধা জানাতে দেখা যায় রাজনৈতিক, অরাজনৈতিক, প্রশাসনিক ব্যাক্তিত্বদের।
প্রসঙ্গতঃ ২৬জুন অনন্তনাগে ডিউটিরত সিআরপিএফ জওয়ান্দের উপর হামলা চালায় জঙ্গিরা। তাতে জঙ্গিদের গুলি লাগে জওয়ান শ্যামল দের শরীরে আর সেখানেই মৃত্যু হয় তাঁর। বাবা মায়ের একমাত্র সন্তান শ্যামলের মৃত্যুর খবর তাদের কাছে যখন সবংয়ে পৌঁছয় তখন তাঁরা পুত্রবিয়োগের শোকে ভেঙ্গে পড়েন। তখন থেকেই এক এক মুহূর্ত গোনা শুরু হয় বৃদ্ধ মা বাবার তাদের শেষ বয়সের এক মাত্র অবলম্বনের বাড়ি ফেরার অপেক্ষায় শেষবারের মতো তাদের সন্তানকে দেখার জন্য।
অবশেষে প্রতীক্ষার অবসান ঘটিয়ে শ্যামলের মরদেহ রাত্রি দেড়টা নাগাদ মেদিনীপুর পুলিশ লাইনে এসে পৌঁছয়। রবিবার সিআরপিএফ ১৬৫ নং ব্যাটেলিয়ন এবং রাজ্য পুলিশের আইজি পশ্চিমাঞ্চলের নেতৃত্বে শ্যামলের প্রাণ-হীন দেহ সিংপুর গ্রামে পৌঁছয়। সেখানে সমস্ত প্রস্তুতি করা হয়েছিল, গতকাল থেকেই। সেইমতো শুরু হয়, শেষ শ্রদ্ধা নিবেদন, গান স্যালুট প্রভৃতি।
শহীদ শ্যামলকে শেষ শ্রদ্ধা জানান সি আর পি এফ এর আই জি সহ অন্যান্য উর্দ্ধতন আধিকারিকরা, রাজ্য প্রশাসনের পক্ষ থেকে জেলা পুলিশ সুপার দীনেশ কুমার, অতিরিক্ত জেলা শাসক, সাংসদ দীপক অধিকারী, রাজ্যসভার সাংসদ মানস ভুঁইয়া, স্থানীয় বিধায়ক গীতা ভুঁইয়া , প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ সহ অন্যান্যরা শ্রদ্ধা জানান। সকাল ৭ টা – ৭.৩০ টা থেকে চলে শেষ শ্রদ্ধা জানানো। সাধারণ মানুষের ঢল নামে গ্রামে! পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সকাল ১১ টায় শুরু হবে ‘সিংপুর’ এর পুরুষ-সিংহ ভারতমাতার বীর সন্তানের শেষকৃত্য।