প্রচারে বেরিয়ে আক্রান্ত গলসীর বিজেপি প্রার্থী অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
আমার কথা, পূর্ব বর্ধমান(বুদবুদ), ৫এপ্রিলঃ
নির্বাচনী প্রচারে বেরিয়ে বুদবুদের কসবা এলাকায় আক্রান্ত হলেন গলসীর বিজেপির প্রার্থী বিকাশ বিশ্বাস। সোমবার বুদবুদ বাজারে বিজেপির নির্বাচনী প্রচার শেষ করে বুদবুদের কসবা এলাকায় প্রচারে যোগ দিতে যাওয়ার পথে রাস্তায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তার গাড়ি লক্ষ্য করে ইট ছোঁড়ে বলে অভিযোগ বিজেপির প্রার্থী বিকাশ বিশ্বাসের। ঘটনায় অল্পবিস্তর আহত হন গলসী বিধানসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী বিকাশ বিশ্বাস ও বিজেপির নেতা তপন বাগদি।
বুদবুদ থানার পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে বুদবুদ থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। এরপর বুদবুদ থানার পুলিশের সহযোগিতায় কসবা অঞ্চলে নির্বাচনী প্রচারে যোগ দেন বলছি বিজেপির প্রার্থী বিকাশ বিশ্বাস।