জুয়ার ঠেকে হানা, গ্রেফতার বি.এস.এফ জওয়ান সহ ৬ জুয়াড়ি
আমার কথা, অন্ডাল, ৫ নভেম্বর:
জুয়ার ঠেকে হানা দিয়ে পুলিশ গ্রেপ্তার করল এক বিএসএফ জাওয়ান সহ ৬ জুয়াড়িকে। উদ্ধার হয়েছে নগত ৪৭ হাজার টাকা। ধৃতদের মঙ্গলবার পেশ করা হয় দুর্গাপুর মহকুমা আদালতে।
কালীপূজো উপলক্ষে বেশ কয়েকদিন ধরে শীতলপুর এলাকায় বসছিল জুয়কর ঠেক। সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে সেই ঠেকে হানা দেয় অন্ডাল থানার বনবহাল ফাঁড়ির পুলিশ। সেখান থেকে পুলিশের হাতে ধরা পড়ে আকাশ যাদব, সোনু কুমার, প্রীতম রাম, মোহাম্মদ দানিশ, দীপক সাউ, মনীষ ভগত নামে ছ’জন জুয়াড়ি। তাস, জুয়া খেলার অন্যান্য সামগ্রী সহ বোর্ড থেকে উদ্ধার হয় নগদ ৪৭ হাজার টাকা বলে সূত্রের খবর। ধৃতদের মধ্যে প্রীতম রাম বিএসএফ জাওয়ান বলে জানা গেছে। সূত্র মারফত জানা যায় সোমবার রাতে জুয়োর আসর বসেছিল শীতলপুর কোলিয়ারি এলাকার বাসিন্দা সিআরপিএফ জাওয়ান শৈলেন্দ্র রামের বাড়িতে। তবে হনার সময় পুলিশি নজর এড়িয়ে শৈলেন্দ্র পালাতে সফল হয়। মঙ্গলবার ধৃতদের পেশ করা হয় দুর্গাপুর মহকুমা আদালতে বিচারকের এজলাসে। জিজ্ঞাসাবাদের জন্য ধৃতদের হেফাজতের নেওয়ার আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রে খবর।