পরাজিত বাম প্রার্থীর ছবিতে ফুল ও জুতোর মালা
আমার কথা, অন্ডাল, ১২ জুলাই:
পরাজিত বাম প্রার্থীর ফটোতে ফুল, জুতোর মালা পরানোর ঘটনায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। কাজোড়া বাজারের ঘটনা।
কাজোরা গ্রাম পঞ্চায়েতের ১৮৭ নম্বর সংসদে এবার বাম প্রার্থী ছিলেন প্রদীপ কুমার মন্ডল। সম্পর্কে তিনি সিপিএমের জেলা কমিটির সদস্য তুফান মন্ডল এর ভাই, আবার এলাকার প্রগতিশীল পাঠাগারের সম্পাদকও। তৃণমূল প্রার্থীর কাছে ২০৪ ভোটে পরাজিত হয়েছেন তিনি। প্রদীপ বাবুর অভিযোগ কাজোরা বাজার মোড়ে তার ছবি সহ ভোট প্রচারের একটি ফ্লেক্স লাগানো আছে। গতকাল রাতে সেই ফ্লেক্সটিতে জুতো ও ফুলের মালা টাঙিয়ে দেওয়া হয়েছে। আজ বুধবার সকালে বিষয়টি নজরে আসে। তৃণমূলের লোকজনেরাই এ কাজ করেছে বলে অভিযোগ তার। ঘটনাটি প্রসঙ্গের সিপিএম নেতা তুফান মন্ডল বলেন এটাই তৃণমূলের সংস্কৃতির আসল পরিচয়। প্রচারে বাধা দিয়েছে, ভোট লুট করেছে, এখন ফল প্রকাশের পরেও অনৈতিক কাজ করে চলেছে ওরা। তৃণমূলের অন্ডাল ব্লক সহ-সভাপতি মলয় চক্রবর্তী বলেন অভিযোগ ভিত্তিহীন, তৃণমূলের কেউ এ কাজ করেনি। প্রমাণ দেখাতে পারলে দল ব্যবস্থা নেবে বলে আশ্বাস দেন মলয় বাবু।