দুঃস্থ পুরুষ, মহিলা, শিশুদের উপহার
আমার কথা, অন্ডাল, ২২ ডিসেম্বরঃ
দুঃস্থ পুরুষ, মহিলা ও শিশুদের জামা কাপড় শাড়ি উপহার দিল খান্দরা কমিউনিটি হলের কর্মীরা। রবিবার অনুষ্ঠানটি হয় কমিউনিটি হল চত্বরে। এই হলে কেয়ারটেকার ও সাফাই এর কাজে স্থায়ী ও অস্থায়ী কর্মী হিসেবে কাজ করেন মোট ৯ জন। নিজেদের উদ্যোগে তারা প্রতিবছর দুঃস্থ, শিশু ও পুরুষ, মহিলাদের পাশে দাঁড়ান। কেয়ারটেকার কর্মী বিনয় বর্ণওয়াল সারাজুল ইমাম, সাফাই কর্মী জয়ন্ত হাড়িরা জানান নিজেরা চাঁদা দিয়ে ও অন্যদের কাছ থেকে আর্থিক সাহায্য নিয়ে এদিন মোন ৯৫ জন শিশু পুরুষ ও মহিলাকে নতুন জামা কাপড় ও শীতবস্ত্র উপহার দেওয়া হয়। তাদের জন্য ছিল দুপুরের মধ্যাহ্ন ভোজন এরও আয়োজন। কমিউনিটি হলের কর্মীদের এই উদ্যোগকে সাধুবাদ জানান এলাকার মানুষজন।