“মেয়েরা রাত দখল করো”- স্বাধীনতা দিবসের মধ্যরাতে যেন দুর্গাপুরের পথে অসুর দমনে নারীশক্তি
আমার কথা, দুর্গাপুর, ১৫ আগস্ট:
২০২৪ এর ১৫ আগস্ট দেশবাসী পালন করবে ৭৮ তম স্বাধীনতা দিবস। ইংরেজ শাসনের হাত থেকে দেশ স্বাধীন হলেও এত বছর পরেও নারীরা কি স্বাধীন হয়েছে? এই প্রশ্ন তুলে আরজি কর কান্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে স্বাধীনতা দিবসের মধ্যরাতে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিমের কোনায় কোনায় নারীরা পথে নামলেন। প্রত্যকের মুখে মুখে একটিই কথা “We want justice”.
আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসাপাতলের অন্দরে মহিলা চিকিৎসকের মৃত্যু সমাজে নানান প্রশ্ন তৈরি করেছে। যাবতীয় প্রশ্নকে সামনে রেখে ও ঘটনার প্রতিবাদেই মূলত: ১৪ আগস্ট ২০২৪ ‘মেয়েরা রাত দখল করো’র ডাকে সাড়া দিয়ে ছিলেন মহিলারা।
ব্যস্ত শহরের রাতে, নিজের চেনা পরিসরে, নিজের কর্মস্থলে তরুণী চিকিৎসকের নৃশংস মৃত্যুকে মেনে নিতে পারছে না বাংলা। এই মৃত্যু ঘিরে ধর্ষণ ও খুনের অভিযোগ রয়েছে। হাইকোর্টের নির্দেশে তদন্তে নেমেছে সিবিআই।
সোদপুর পানিহাটির মেয়ের এই মৃত্যু চোখে জল বাঁধ মানেনি বাংলার। সন্তানহারার পানিহাটির ওই দম্পতির শোকে আজ বহু মায়ের বুকে হাহাকার, বহু বাবার কাছে প্রশ্ন প্রশাসনিক নিরাপত্তা নিয়ে।
স্বাধীনতা দিবসের আগের রাতে, সেই নৃশংস হত্যার প্রতিবাদে বাংলায় ‘মেয়েরা রাত দখল করো’র ডাক। সেই ডাকে কলকাতা থেকে জেলা ছাড়িয়ে ডাক পৌঁছেছে দেশের নানান প্রান্তে… সর্বত্র রয়েছে প্রতিবাদ মিছিল। তীব্র প্রতিবাদে আজ গলা ফাটালো কল্লোলিনী তিলোত্তমা। গর্জে উঠেছে সোদপুর থেকে দুর্গাপুর। শিল্পাঞ্চল দুর্গাপুরের বিভিন্ন প্রান্তে মধ্য রাতে যেন অসুর দমনে অকাল বোধনে নেমেছিলেন মহিলারা। হাতে হাতে প্রতিবাদের প্লাকার্ড আর মুখে মুখে তীব্র হুঙ্কার ” We want justice”.
প্রসঙ্গত: লক্ষনীয় বিষয় এই ছিল যে “মেয়েরা রাত দখল করো” এই কর্মসূচীতে নারীদের পাশাপাশি বহু পুরুষরাও অংশ নেন।