দুর্গাপুরে কালো পতাকা, গো ব্যাক শ্লোগান বিজেপি প্রার্থীকে, কি উত্তর দিলেন দিলীপ
আমার কথা, দুর্গাপুর, ২৭ এপ্রিলঃ
প্রচারে বেরিয়ে ফের তৃণমুল কর্মীদের গো-ব্যাক শ্লোগানের মুখে পড়তে হল বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে। সাথে দেখানো হল কালো পতাকাও। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের ২৩ নং ওয়ার্ডে। উত্তেজনা ছড়ায় এলাকায়। পালটা ‘চোর চোর’ ও ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিতে শোনা যায় বিজেপি কর্মীদেরও। সাথে তৃণমুলকে এক হাত নেন দিলীপ।
শনিবার, বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে একটি প্রচার মিছিল বের হয় এম এ এম সি এলাকায়। মিছিলে ছিলেন বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই। মিছিলটি যখন ২৩ নং ওয়ার্ডে তৃণমূলের দলীয় দপ্তরের সামনে দিয়ে যাচ্ছিল সেই সময় ওই ওয়ার্ডের প্রাক্তন পুরপিতা দেবব্রত সাঁইয়ের নেতৃত্বে কয়েকজন কর্মী সমর্থণ গো ব্যাক শ্লোগান দিতে শুরু করে , সাথে কালো পতাকাও দেখাতে শুর করে। এরপরেই ওই মিছিল থেকে পালটা চোর চোর ও জয় শ্রীরাম বলতে শুরু করেন কর্মীরা। মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পরে ঘটনাস্থলে। ঘটনাস্থলে উপস্থিত নিউটাউনশিপ থানার পুলিশকর্মীরা পরিস্থিত স্বাভাবিক করার চেষ্টা করে।
এদিকে বিষয়টি নিয়ে পরে একটি সাংবাদিক বৈঠকে সরব হন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তিনি তৃণমূলকে এক হাত নেন। বলেন, “দিলীপ ঘোষের গায়ে চর্বি নেই মাশেল আছে। আর ওদের গায়ে তো শুয়োরের মতো চর্বি থলথল করছে। ওরা আমাদের সঙ্গে কি লড়াই করবে। রোদে বেরোনোর ক্ষমতা নেই হারামের খেয়ে গায়ে চর্বি করেছে, তাদের তো রোদ লাগবেই। তাই তো পার্টি অফিসের ভেতর থেকে এসব শ্লোগান দিচ্ছে। গায়ে রোদ লাগানোর ক্ষমতা নেই । রোদে বেরিয়ে দেখাই আগে। বিজেপি মাঠে ঘাটে রোদে লড়াই করে।”