অস্ত্র সহ আটক যুবক, থানায় যেতেই “গো ব্যাক” স্লোগানের মুখে অগ্নিমিত্রা
আমার কথা, আসানসোল, ৯ জানুয়ারি:
অস্ত্র সহ আটক এক যুবক। উত্তর আসানসোলের বি ব্লক এলাকা থেকে আটক সৌমিত্র তেওয়ারী। সূত্রের খবর সৌমিত্র তেওয়ারী এলাকায় বিজেপি কর্মী বলে পরিচিত। তবে এই ঘটনার প্রেক্ষিতে আসানসোল উত্তর থানার কন্যাপুর ফাঁড়িতে বিজেপি নেতার উপস্থিতিতে বিক্ষোভ দেখানো হয়। অপর দিকে আসানসোল দক্ষিনের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল ঘটনাস্থলে পৌঁছালে তৃণমূলের পক্ষ থেকে গো ব্যাক স্লোগান চলতে থাকে। ঘটনা সম্পর্কে জানা যায় সোমবার সন্ধ্যায় ওই অঞ্চলে মাঠে বসে থাকা দুই যুবকের নিজেদের মধ্যে ঝামেলা হয়। এই পরিস্থিতিতে এক যুবক ওই বিজেপি কর্মী সৌমিত্রকে ডেকে আনে। সৌমিত্র ওই যুবকের পক্ষ নিয়ে অপর যুবক ও তার বন্ধুকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে মারধর করে বলে অভিযোগ। ঘটনার খবর পুলিশকে দেওয়া হলে কন্যাপুর ফাঁড়ির পুলিশ সৌমিত্রকে আটক করে। এই বিষয়ে অগ্নিমিত্রা পাল বলেন পুলিশ কে সঠিক তদন্ত করার বিষয় নিয়ে বললাম। যদি কেউ দোষ করে থাকে তাহলে শাস্তি পাবে। যদি কে ভঅস্ত্র সহ আটক এক যুবক। উত্তর আসানসোলের বি ব্লক এলাকা থেকে আটক সৌমিত্র তেওয়ারী। সূত্রের খবর বিজেপি কর্মী!! তবে এই ঘটনার প্রেক্ষিতে আসানসোল উত্তর থানার কন্যাপুর ফাঁড়িতে বিজেপি নেতার উপস্থিতি তে বিক্ষোভ দেখানো হয় । অপর দিকে আসানসোল দক্ষিনের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল ঘটনাস্থলে পৌঁছালে তৃণমূলের পক্ষ থেকে গো ব্যাক স্লোগান চলতে থাকে। ঘটনা সম্পর্কে জানা যায় সোমবার সন্ধ্যায় ওই অঞ্চলে মাঠে বসে থাকা দুই যুবকের নিজেদের মধ্যে ঝামেলা হয়। এই পরিস্থিতিতে এক যুবক ওই বিজেপি কর্মী সৌমিত্রকে ডেকে আনে। সৌমিত্র ওই যুবকের পক্ষ নিয়ে অপর যুবক ও তার বন্ধুকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে মারধর করে বলে অভিযোগ। ঘটনার খবর পুলিশকে দেওয়া হলে কন্যাপুর ফাঁড়ির পুলিশ সৌমিত্রকে আটক করে। এই বিষয়ে অগ্নিমিত্রা পাল বলেন পুলিশ কে সঠিক তদন্ত করার বিষয় নিয়ে বললাম। যদি কেও দোষ করে থাকে তাহলে শাস্তি পাবে। যদি কেও দোষ না করে থাকে তাহলে তাকে যেন অন্যায় ভাবে ফাঁসানো না হয়। অপর দিকে স্থানীয় তৃণমূল নেতা মনোরঞ্জন ব্যানার্জি বলেন শান্তি পূর্ণ এলাকা যেনো অশান্ত না হয়। এখানে বিভিন্ন ধর্মের মানুষেরা সুন্দর ভাবে বসবাস করি। তাই এখানে প্রতিবাদ জানাচ্ছি। কারণ এখানে দাঙ্গাবাজি বা দলবাজি চলবেনা তাতে যেই নেতা আসুক বা যেই নেত্রী আসুক আমরা প্রশাসনের উপর বিশ্বাস রাখি প্রশাসন যথাযোগ্য ব্যবস্থা নেবে।