পানাগড়ে গোডাউনে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই লক্ষ লক্ষ টাকার কাঠ

আমার কথা, পানাগড়, ১২ ফেব্রুয়ারীঃ
পানাগড় বাজারে কাঠের গোডাউনে ভয়াবহ আগুন।ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন। আগুন আয়ত্ত্বে আনতে আরও একটি ইঞ্জিন ডাকা হয়েছে। আগুনে পুড়ে ছাই প্রায় ৬থেকে ৭ লক্ষ টাকার কাঠ। জানা গেছে বুধবার রাত ৯টা নাগাদ পানাগড় বাজারের কাওয়ারী মার্কেটের ভিতরে একটি কাঠের গোডাউনে হটাৎ আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা।মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ আকার ধারণ করে।দমকল বাহিনীকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর কাজ চালায়। গোটা এলাকা জুড়ে ঢেকে যায় কালো ধোঁয়া। পরে আরও একটি ইঞ্জিন ডাকা হয় আগুন নেভানোর জন্য।স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগার ঘটনা ঘটেছে বলে তাদের প্রাথমিক অনুমান।