দুর্ঘটনা দেখতে গিয়ে উলটে দুর্ঘটনার কবলে বাইক আরোহী
আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ২ ফেব্রুয়ারীঃ
দু নম্বর জাতীয় সড়কের ভাদুর মোড়ে দুর্ঘটনা দেখতে গিয়ে নিজেই দুর্ঘটনার শিকার হলেন এক বাইক আরোহী। জখম অবস্থায় উদ্ধার করে তাকে ভর্তি করা হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত্রি ন’টা নাগাদ দু নম্বর জাতীয় সড়কের ভাদুর মোড়ে উল্টে যায় একটি ফল বোঝাই পিকআপ ভ্যান। সেই সময়ই রানীগঞ্জের দিক থেকে দুর্গাপুরের দিকে যাচ্ছিলেন এক বাইক আরোহী। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি দেখার জন্য তিনি দাঁড়িয়ে পড়েন। আচমকাই পেছন থেকে আসা একটা চারচাকা গাড়ি দাঁড়িয়ে থাকা বাইক আরোহীকে ধাক্কা মারলো ঘটনাস্থলে তিনি মারাত্মক জখম হন। ট্রাফিক পুলিশ কর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। আহত ব্যক্তির নাম পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ ।