চিকিৎসা করাতে এসে রোগীর সোনার চেন গায়েব
আমার কথা, অন্ডাল, ১০ অক্টোবর:
চিকিৎসা করাতে এসে গায়েব হলো রোগীর গলার সোনার হার। ঘটনাটি ঘটেছে অন্ডাল মোড় সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করার আশ্বাস দিয়েছে।
রবিবার দিন হঠাৎ অসুস্থ হয়ে চিকিৎসার জন্য অন্ডাল মোড়ের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন মধুসূদনপুর কোলিয়ারির সুমন রায় নামে এক মহিলা। সোমবার দিন ওই মহিলা হাসপাতাল থেকে ছুটি পেয়ে বাড়ি যান। বাড়ি গিয়ে মহিলা দেখেন তার গলায় থাকা সোনার হারটি নেই। সাথে সাথে বিষয়টি তিনি তার স্বামীকে জানান। মহিলার স্বামীর অভিযোগ হাসপাতালে ভর্তি হওয়ার সময় স্ত্রীর গলায় সোনার হার ছিল। বাড়ি ফিরে দেখেন তা নেই। রোগীর স্বামী বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানান। সংশ্লিষ্ট হাসপাতালের পক্ষে ডাক্তার টি কে রায় জানান হাসপাতালে কখনো এরকম ঘটনা আগে ঘটেনি। গোটা হাসপাতালে সিসি ক্যামেরা রয়েছে। ক্যামেরার ফুটেজ তদন্ত করে দেখা হচ্ছে। তবে এখনো পর্যন্ত চুরির কোন প্রমাণ পাওয়া যায়নি।