দুর্গাপুর ইস্পাত নগরীতে প্রকাশ্য দিনের আলোয় সোনার হার ছিনতাই
আমার কথা, দুর্গাপুর, ১০ মার্চঃ
হার ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক ছড়ালো দুর্গাপুর ইস্পাত নগরীতে। ঘটনাটি ঘটেছে দুর্গাপুর থানার অন্তর্গত এ-জোনের এস এন ব্যানার্জি রোডে। পুলিশ তদন্ত শুরু করেছে।
কান্ডেশ্বরের বাসিন্দা মৌমিতা মন্ডল কাজ সেড়ে এস এন ব্যানার্জি রোড ধরে বাড়ি ফিরছিলেন।বেলা ১০টা ৩০ নাগাদ তিনি ঘটনাস্থলে স্কুটি নিয়ে কিছুক্ষণের জন্য যখন দাঁড়ান, সেই সময় কনিষ্ক রোডের দিক থেকে হেলমেট পরা দুই যুবক বাইকে করে এসে তাঁর গলার সোনার হারটি হিনতাই করে নিয়ে পালায়। মুহূর্তের মধ্যে ঘটে যাওয়ায় ছিনতাইয়ের এই ঘটনায় একদিকে যেমন হতচকিত হয়ে পড়েন মৌমিতাদেবী তেমনই আতঙ্কিতও হয়ে পড়েন। এরপর তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। তবে দিনের বেলায় এরকম ঘটনায় বেশ নিরাপত্তাহীনতায় ভুগছেন এলাকার বাসিন্দারা বলে জানান তাঁরা।