আসানসোলে সোনার দোকানে চুরির কিনারা, মহারাষ্ট্র থেকে গ্রেফতার দুষ্কৃতিরা
আমার কথা, পশ্চিম বর্ধমান(), ৯জুনঃ
সোনার দোকানে চুরির ঘটনার এক সপ্তাহের মধ্যে কিনারা করল পুলিশ, সাথে গ্রেফতার ২ দুষ্কৃতী। উদ্ধার হয়েছে চুরি যাওয়া সামগ্রীও।
আসানসোল ঘাঁটি গলিতে মে মাসের ২৯ তারিখে সোনার দোকানে একটি চুরির ঘটনা ঘটে। অভিযোগর ভিত্তিতে তদন্তে নেমে আসানসোল দক্ষিন থানার পুলিশ মহারাষ্ট্রের সিংলি থেকে ২ জনকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে ৫০০ গ্রাম সোনা, ১৩ কেজি রুপো ও ৩.৫ লক্ষ টাকা উদ্ধার করে পুলিশ। ধৃতদেরকে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসানসোল দক্ষিন থানায় নিয়ে আসে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় এক সাংবাদিক বৈঠকে একথা জানান ডিসিপি সেন্ট্রাল ডঃ সোনাওনে কুলদীপ সুরেশ। ধৃতদের আগামীকাল অর্থাৎ শুক্রবার আসানসোল জেলা আদালতে পেশ করা হবে বলে জানায় পুলিশ।