ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির দুর্গাপুর শাখার সুবর্ণজয়ন্তী বর্ষ উদযাপন
আমার কথা, মুনমুন দত্ত, দুর্গাপুর, ২২ সেপ্টেম্বর:
ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির দুর্গাপুর শাখার সুবর্ণ জয়ন্তী বর্ষ পালিত হল রবিবার। দুর্গাপুর নগর নিগমের তথ্যকেন্দ্রে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদযাপিত হল। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার, জেলাশাসক পোন্নমবলম এস, দুর্গাপুর মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়, দুর্গাপুর নগর নিগমের চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, অন্ডাল, পান্ডবেশ্বর ও কাঁকসার সমষ্টি উন্নয়ন আধিকারিকগণ, বিশিষ্ট সমাজসেবী সুমিত বন্দোপাধ্যায়।
১৯২০ সালে ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির স্থাপনা হয়। ১৯৭৪ সালের ১০ সেপ্টেম্বর দুর্গাপুরে ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির একটি শাখা প্রতিষ্ঠিত হয়। তখন থেকেই দুর্গাপুর মহকুমার অন্তর্ভুক্ত বিভিন্ন এলাকায় সাধারন মানুষকে নি:স্বার্থভাবে স্বাস্থ্য পরিষেবা দিয়ে আসছে। সিটিসেন্টারে অবস্থিত এই শাখার সদস্যরা সারা বছর ধরে মহকুমা এলাকায় গ্রামীন স্বাস্থ্য শিবিরের আয়োজন করেন। এছাড়াও বিভিন্ন স্কুল কলেজ ও কলকারখানায় প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণের আয়োজন করেন।
এদিন মন্ত্রী প্রদীপ মজুমদার, জেলাশাসক পোন্নমবলম এস ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির সকল সদস্যদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির দুর্গাপুর শাখার চেয়ারম্যান সৌরভ চট্টোপাধ্যায়ের প্রতিনিধি সুমিত বন্দোপাধ্যায় বলেন তাদের এই স্বেচ্ছাসেবী সংগঠনের নানা কর্মকান্ড তুলে ধরেন সকলের সামনে, পাশাপাশি প্রতিশ্রুতি দেন আগামীদিনেও এভাবেই সমাজের নানা কল্যান মূলক কাজে ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি এগিয়ে আসবে।