পেটের টানে দুর্গাপুরে এসে করোনার জেরে আটকে পড়া মানুষগুলোকে পরিবারের কাছে ফিরিয়ে দিলো সরকার
আমার কথা, পশ্চিম বর্ধমান, ২৭মার্চঃ
এদের কেউ কাজ করেন রাজমিস্ত্রির আবার কেউ কাজ করেন অন্যের দোকানে কর্মচারী হিসেবে। সুদুর মুর্শিদাবাদ কিংবা জলঙ্গীতে এদের পরিবারকে রেখে দুর্গাপুরে থেকে কাজ করতেন। কিন্তু দেশে তথা সারা বিশ্বে করোনা ভাইরাসের আক্রমনের হাত থেকে আচমকাই যেভাবে এমারেজন্সি পরিস্থিতি তৈরী হল আর তাতে সরকার পশ্চিমবঙ্গ তথা ভারতে সরকার লকডাউন ঘোষণা করে। আর এই লকডাউনের জেরে বন্ধ হয়ে গেছে বাস, ট্রেন চলাচল। ফলে অন্যান্য জেলার মতো দুর্গাপুরেও আটকে পড়েন মুর্শিদাবাদের ওই মানুষগুলো। ফলে ওই মানুষগুলোর কার্যত ঘরে ফেরার রাস্তার বন্ধ হয়ে যায়। ওদিকে ঘরের মানুষগুলোর আটকে যাওয়ায় এক অনিশ্চয়তার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে। এমতবস্থায় ঘরের মানুষগুলোকে ঘরে ফেরাতে উদ্যোগ নিলো রাজ্য সরকার। রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী আটকে পড়া ওই মানুষগুলোকে ঘরে ফেরাতে ব্যবস্থা করলেন সরকারী বাসের। আজ অর্থাৎ শুক্রবার সিটিসেন্টার বাস টার্মিনাল ও প্রান্তিকায় দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার প্রাধান কার্যালয়ের সামনে থেকে কমবেশী দুশো জনের মতো শ্রমিকদের নিয়ে তিনটি সরকারী বাস রওনা দেয় মুর্শিদাবাদের উদ্দেশ্যে। যেখানে ঘরে ফেরার আশাই বলতে গেলে তলানীতে ঠেকেছিল সেখানে রাজ্য সরকারের এহেন পদক্ষেপের কারনে আচমকাই আশাতীতভাবে ঘরে ফেরায় রীতিমতো বাকরুদ্ধ হয়ে পড়েন ওই মানুষগুলো। মুখবন্ধ মানুষগুলোর চোখার কোন যেন চিকচিক করে উঠল এক বিন্দু অশ্রুতে।।