ডাম্পারের ধাক্কায় মৃত্যু দিদিমা নাতির, পুলিশের গাড়িতে ভাঙচুর
আমার কথা, বাঁকুড়া, ২৩ ফেব্রুয়ারীঃ
সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল দিদিমা ও নাতির। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ওন্দা থানা এলাকায়।
জানা গিয়েছে, একটি টোটোয় করে ইন্দপুর থানার শ্যামপুর থেকে ওন্দা থানার বালিগুমায় মামাবাড়ি যাচ্ছিলেন মামা, দিদিমা তৃপ্তি ঘোষ(৫৫) ও নাতি মৃন্ময় ঘোষ(৭)। ওন্দা থানার রতনপুরের কাছে মিত্তিরবাঁধ এলাকায় উলটো দিক থেকে আসা একটি বালি বোঝাই ডাম্পার মুখোমুখি টোটোটিকে ধাক্কা মারলে টোটো আরোহী দিদিমা ও নাতি রাস্তায় ছিটকে পড়ে। এরপর ডাম্পারের পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের।ঘটনায় রাস্তার পাশে ছিটকে পড়ে আহত হন টোটো চালকও। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার পরই ডাম্পার চালক ও খালাসি এলাকা ছেড়ে পালিয়ে যায়। এলাকার বাসিন্দারা ঘাতক ডাম্পারে ভাঙচুর চালানোর পাশাপাশি আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে ক্ষিপ্ত জনতা। ওন্দা থানার পুলিশের একটি গাড়ি দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গেলে পুলিশ গাড়িটিও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। এলাকায় যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও ক্ষতিপূরণের দাবিতে অবরোধ করে রাখা হয় বাঁকুড়া –সারেঙ্গা রাজ্য সড়ক।
অতিরিক্ত পুলিশ সুপার বিবেক বর্মার নেতৃত্ব বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দীর্ঘ তিন ঘন্টা রাস্তা অবরোধ থাকার পর আশ্বাসের ভিত্তিতে উঠে যায় অবরোধ। মৃতদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে হাসপাতালে পাঠায়।