আরো বড় সাফল্য, মাত্র ৭ দিনে আরো ৩ রোগী সুস্থ হয়ে মলানদিঘির করোনা হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন
আমার কথা, পশ্চিম বর্ধমান, ৮মেঃ
ফের করোনা যুদ্ধে সাফল্য পেলো পশ্চিম বর্ধমানের মলানদিঘির করোনা বিশিষ্ট হাসপাতালের চিকিৎসকরা। মাত্র সাতদিনে আরো তিনজন করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা করে সুস্থ করে তাদের বাড়ি ফিরিয়ে দিলেন ওই হাসপাতালের চিকিৎসকরা।
উল্লেখ্যঃ মলানদিঘির এই হাসপাতালকে সরকারের পক্ষ থেকে করোনা চিকিৎসার জন্য বিশিষ্ট হাসপাতাল হিসেবে চিহ্নিত করেছে।
ইতিমধ্যে ওই হাসপাতাল থেকে পশ্চিম বর্ধমান ও পূর্ব বর্ধমানের মোট পাঁচজন রোগী এই হাসপাতাল থেকে চিকিৎসা করিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে যান। তারপরেই ২মে বীরভূম জেলা থেকে তিনজন করোনায় আক্রান্ত হয়ে মলানদিঘির ওই হাসপাতালে ভর্তি হয়েছিল। মাত্র সাতদিনেই তাঁরা সুস্থ হয়ে আজ শুক্রবার নিজেদের বাড়ি ফিরে গেলেন।