গণনা শুরু হতেই আসানসোলে উড়ল সবুজ আবীর, বাজছে “খেলা হবে”
আমার কথা, পশ্চিম বর্ধমান(আসানসোল), ১৪ ফেব্রুয়ারীঃ
আসানসোলের ১০৬টি ওয়ার্ডের পুরভোটের গননার কাজ শুরু হল সোমবার সকাল থেকে।আসানসোল উত্তর থানার ধাদকা পলিটেকনিক কলেজে করা হয়েছে স্টং রুম ।সকাল থেকে সেখানে সমস্ত রাজনৈতিক দলের কর্মীরা উপস্থিত হয়েছেন,চেকিং করে চলছে ভেতরে প্রবেশের কাজ।রয়েছে কড়া পুলিশি ব্যবস্থা।
এদিকে গণনা শুরু কিছু সময়ের পর থেকে তৃণমূল কংগ্রেস কর্মীরা নিজেদের মধ্যে আবীর খেলায় মেতে ওঠেন। সাথে “খেলা হবে” গান বাজাতে শুরু করেন। জুবিলী মোড়ে ক্যামেরা বন্দি হয় এই ছবি।
৪৪ নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী অমরনাথ চট্টোপাধ্যায়ের দাবি আসানসোল পুরসভা আবারও তৃণমূলের দখলে আসতে চলেছে যার প্রমান ভোটের দিনই বোঝা গিয়েছে। মানুষজন স্বতস্ফুর্ত ভাবে আমাদের ভোট দিয়েছে। তিনি আরো বলেন ৯৭-৯৮ টি আসন পাবে তৃণমূল।