হাসপাতালের কোয়ার্টারে ঢুকে গ্রুপ ডি মহিলা কর্মীকে ধারালো অস্ত্রের কোপ
আমার কথা, পূর্ব বর্ধমান, ১৭ জানুয়ারীঃ
হাসপাতালের কোয়াটারে ঢুকে হাসপাতালের গ্রুপ ডি মহিলা কর্মী দীপ্তি কোনা চৌধীরি নামের মহিলা গ্রূপ ডি কর্মীর গলায় ধারালো অস্ত্রের কোপ মারার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় বুদবুদের মানকর গ্রামীন হাসপাতালে।গুরুতর আহত মহিলা কর্মীকে হাসপাতালের কর্মীরা উদ্ধার করে মানকর গ্রামীন হাসপাতালে ভর্তি করলে সন্ধ্যায় তাকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।ঘটনায় হাসপাতাল জুড়ে আতঙ্কিত হাসপাতালের অন্যান্য কর্মীরা ও হাসপাতালের নার্স ও চিকিৎসকরা।হাসপাতালে নিরাপত্তার যথেষ্ট অভাব রয়েছে বলে ক্ষোভ উগরে দেন হাস্পাতালের কর্মীরা।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বুদবুদ থানার পুলিশ। হাসপাতালের সুপার অনুরুদ্ধ ইসলাম জানিয়েছেন,শুক্রবার দুপুরে দুই দুষ্কৃতী হাসপাতালের পিছনের দিকে ওই মহিলার দোতলার কোয়াটারে ঢুকে ওই মহিলার গলায় ধারালো অস্ত্রের কোপ বসিয়ে দিয়ে পালিয়ে যায়।তাকে হাসপাতালে ভর্তি করে তার চিকিৎসা শুরু হলেও তার আঘাত গুরুতর থাকায় তাকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।এই বিষয়ে তারা হাসপাতালের পক্ষ থেকে থানায় অভিযোগ জানাবেন।ঘটনার পর থেকেই দুই দুষ্কৃতির সন্ধানে এলাকায় তল্লাশি শুরু করে বুদবুদ থানার পুলিশ।অন্যদিকে হাসপাতালে মোতায়েন করা হয় বুদবুদ থানার পুলিশ কর্মীদের।
হাসপাতালের সিস্টার ইনচার্জ স্বপ্না দাস জানিয়েছেন,হাসপাতালের ভিতরে যে সমস্ত কোয়ার্টার গুলো রয়েছে তার অবস্থা অত্যন্ত খারাপ।অধিকাংশ কোয়ার্টার ভেঙে ভেঙে পড়ছে।দরজা জানালার অবস্থাও ভালো না।অন্যদিকে শুক্রবার নিজের দুইটি করার পর ওই মহিলা নিজের কোয়াটারে বিশ্রাম নিচ্ছিলেন।আনুমানিক সাড়ে ৩টে নাগাদ গুরুতর আহত অবস্থায় নিজের ফোন থেকে ঘটনার কথা জানাতে জানাতে হাত থেকে ফোন পরে গিয়েছিল।তৎক্ষণাৎ সকলে ছুটে গিয়ে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।এই ঘটনায় সকলেই আতঙ্কিত।নিরাপত্তার অভাব বোধ করছেন সকলেই।তাদের অনুমান কোয়াটারে ঢুকে সম্ভবত চুরির উদ্যেশ্যে ঢুকেছিল দুস্কৃতিরা।দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন সকলে।