জাতীয় সড়কের উপর দুর্ঘটনার কবলে জিএসটি আধিকারিকের গাড়ি
আমার কথা, পানাগড়, ২৩ ডিসেম্বরঃ
জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়লো জি এস টি আধিকারিকদের গাড়ি। ঘটনাটি ঘটেছে পানাগড় সেনা ছাউনির ২নম্বর গেট সংলগ্ন জাতীয় সড়কের ওভারপুলে দুর্গাপুর গামী রাস্তায়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বুদবুদ থানার পুলিশ পৌঁছায়।
পুলিশ সূত্রে জানা গেছে আজ সোমবার দুপুরে দুর্গাপুরে গামী রাস্তায় একটি লরি দুর্গাপুরের দিকে যাওয়ার সময় আচমকা রাস্তার উপর দাঁড়িয়ে পড়লে পিছনে থাকা জি এসটি আধিকারিকদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে লরির পিছনে ধাক্কা মারে। গাড়িতে ৪জন থাকলেও কেউ তেমন আহত হয় নি বলে জানা গেছে। দুর্ঘটনার জেরে জাতীয় সড়কের দুর্গাপুর গামী রাস্তায় সাময়িক যান চলাচল ব্যাহত হয়। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে যান চলাচল স্বাভাবিক করেও দুর্ঘটনাগ্রস্থ গাড়ি দুটিকে অন্যত্র সরিয়ে নিয়ে যায়।