অন্ডাল বিমানবন্দর থেকে চালু হচ্ছে গুয়াহাটি উড়ান পরিষেবা
আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ১৩ মার্চঃ
দুর্গাপুর শিল্পাঞ্চলের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর কাজী নজরুল ইসলাম এই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আসামের গুয়াহাটি অবধি বিমান পরিষেবা চালু হবে আগামী ২৭ শে মার্চ থেকে৷ প্রতিদিনই এই উড়ান পরিষেবা চালু থাকবে। ইতিমধ্যেই এই বিমানবন্দর থেকে ব্যাঙ্গালোর, মুম্বাই, দিল্লি , হায়দ্রাবাদ , চেন্নাই, পুনে সহ একাধিক শহরের বিমান পরিষেবা চালু আছে | এবারে নতুন সংযোজন হল অন্ডাল বিমানবন্দর থেকে গুয়াহাটি অবধি দৈনন্দিন বিমান পরিষেবা। বিমানবন্দর সূত্র থেকে জানা গেছে স্পাইস জেটের দুটি বোয়িং বিমান এই কাজে লাগানো হবে। দুর্গাপুর গুয়াহাটি বিমান পরিষেবা চালু হওয়ায় খুশির জোয়ার শিল্পাঞ্চলে।