দুর্গাপুর ইস্পাত কারখানার ভেতর থেকে এক কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৩ আগস্টঃ
দুর্গাপুর ইস্পাত কারখানার ভেতর থেকে ইস্পাত কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো কারখানা চত্বরে।
মৃত ইস্পাত কর্মীর নাম তারক চ্যাটার্জী(৪৭)। মৃত ইস্পাত কর্মী দুর্গাপুর ইস্পাত কারখানার প্লান্ট গ্যারেজে কর্মরত ছিলেন। মঙ্গলবার দুপুরে ইস্পাত কারখানার ওই শ্রমিকের পরিবারের সদস্যরা কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার পর রেস্ট রুম থেকে তার মৃতদেহ উদ্ধার হয় বলে জানতে পারেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন গতকালই তারা মিসিং ডায়েরি করেছিলেন কারণ এদিন তারকবাবুর মর্নিং ডিউটি ছিল আর সেই ডিউটি সেড়ে বাড়ি না ফেরায় পরিবার থেকে তার সাথে ফোনে যোগাযোগ করা হলে ফোন সুইচ অফ পাওয়া যায়। বহুবার তার সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে যোগাযোগ করতে পারা যায়নি বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। অবশেষে সোমবার মিসিং ডায়েরি করার পর মঙ্গলবার রেস্টরুম থেকে তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। মৃত্যুর কারন খতিয়ে দেখতে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। তবে মৃত্যু ঘিরে তৈরী হয়েছে রহস্য।