যুবকের মৃত্যু, নেপথ্যে মাদকের অভিযোগ, পুলিশকে ঘিরে বিক্ষোভ
আমার কথা, কাঁকসা, ২১ফেব্রুয়ারী:
এক যুবকের ঝুলন্ত মৃতদেহকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো কাঁকসার কুলডিহা এলাকায়। বুধবার সকালে এলাকার একটি জঙ্গল থেকে গোপাল রায় নামের এক যুবকের ঝুলন্ত দেহ দেখতে পেয়ে স্থানীয়রা কাঁকসা থানার পুলিশকে খবর দিলে। কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠায়। স্থানীয় সূত্রে জানা গেছে ৩০ বছরের গোপাল রায় পেশায় বিদ্যুৎ দপ্তরের ঠিকাদার ছিলেন। স্থানীয়দের অভিযোগ ওই যুবক মাদকাসক্ত ছিল। মাদক সেবন করার ফলেই ওই যুবকের মৃত্যু ঘটেছে। স্থানীয়দের অভিযোগ এলাকা জুড়ে মাদক দ্রব্যের কারবার চলছে রমরমিয়ে।
যার কারনে তরুণ প্রজন্ম মাদকাসক্ত হয়ে উঠছে আর অকালে মৃত্যু ঘটছে তাদের। এলাকায় রমরমিয়ে চলা মাদক কারবার বন্ধ করার জন্য পুলিশকে বারবার আবেদন জানিয়েও পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ার ফলে গোপালের মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয়রা। স্থানীয়রা এদিন মাদক কারবারিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানায়। কাঁকসা থানার পুলিশ বিক্ষোভকারীদের দ্রুত ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেওয়ার পর বিক্ষোভ উঠিয়ে নেন বিক্ষোভকারীরা।