সিটি সেন্টার সংলগ্ন জঙ্গলে ঝুলন্ত দেহ ঘিরে রহস্য
আমার কথা, দুর্গাপুর, ১৯ এপ্রিলঃ
খোদ সিটি সেন্টারের বুকে জঙ্গল থেকে উদ্ধার হল এক ব্যাক্তির ঝুলন্ত মৃতদেহ। ওই ব্যাক্তির কোনো নাম পরিচয় জানা যায়নি। ব্যাক্তির বয়স আনুমানিক ৪০। শুক্রবার দুপুরে সিটিসেন্টারে এন আই টি সংলগ্ন ৭ নং গেটের জঙ্গল থেকে পচাগলা দেহটি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে ওই জঙ্গল থেকে পচা দুর্গন্ধ পান স্থানীয়রা। এরপর গন্ধের উৎসস্থল খুঁজতে গিয়ে তারা দেখেন একতি গাছ থেকে এক ব্যাক্তির পচাগলা মৃতদেহ ঝুলছে। তাঁরা বেশ আতঙ্কিত হয়ে পরেন। খবর দেয় পুলিশকে। দুর্গাপুর থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠায়। স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তিনি দেখতে পান কিছু মানুষের চিৎকার। স্থানীয় কিছু রাখাল প্রথমে দেহটি দেখতে পান গাছে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির দেহ। ব্যাক্তির খালি গা ও পরনে একটি হাফ প্যান্ট ছিল।
কিভাবে ওই ব্যাক্তির দেহ এখানে এলো, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। পুলিশের প্রাথমিক অনুমান, এটি আত্মহত্যা। মৃতদেহ দেখে মনে হচ্ছে দু তিন দিন আগে ওই ব্যাক্তির মৃত্যু হয়েছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। খুন নাকি আত্মহত্যা, এ বিষয়ে তদন্ত শুরু করেছে দুর্গাপুর থানার পুলিশ।