দুর্গাপুরে ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু, উদ্ধার ঝুলন্ত দেহ
আমার কথা, পশ্চিম বর্ধমান, ২৯জুনঃ
এক স্কুল ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হল তাঁর নিজের বাড়ি থেকে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের নিউটাউনশিপ থানার অন্তর্গত বিধাননগরের অরভিল পার্কে। ঐ ছাত্রী তৃজা আদিত্য(১৪) ফুলঝোড়ে একটি বেসরকারী ইংরেজী মাধ্যম স্কুলের অষ্টম শ্রেণীতে পড়াশুনা করত।
পুলিশ সুত্রে জানা গেছে, গতকাল অর্থাৎ রবিবার বিকেলে কোনো কারন নিয়ে মায়ের কাছে বকুনি খায়। এরপর সে নিজের ঘরে চলে যায়। বেশ কিছু সময় পেরিয়ে গেলেও তৃজার সাড়াসব্দ না মেলায় দোতলায় তৃজাকে ডাকতে গিয়ে তাঁরা দেখতে পান তৃজার ঘরের দরজা বন্ধ। ডাকাডাকি করে সাড়া না মেলায় পুলিশে খবর দেওয়া হয়। রাত পৌনে আটটা নাগাদ পুলিশ এসে দেখে ঘরের মধ্যে গলায় গামছা দিয়ে ঝুলছে তৃজা। এরপর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ওই ছাত্রীর পরিবারে।