হরিপুরে বিজেপি প্রার্থীর বাড়িতে হামলা, ভাঙচুর, কাঠগড়ায় তৃণমূল
আমার কথা, পান্ডবেশ্বর, ১২ জুলাই:
গণনা শেষ হতেই বিজেপি প্রার্থীর বাড়িতে হামলা, ভাঙচুর। হরিপুর পঞ্চায়েতের বাজারি গ্রামের ঘটনা। আক্রান্ত প্রার্থীর বাড়ি পরিদর্শনে আসেন দলের জেলা সভাপতি।
মঙ্গলবার ত্রিস্তর পঞ্চায়েত ভোটের গণনা শেষ হতেই হামলা চালানো হয় হরিপুর পঞ্চায়েতের ৩৬ নম্বর বুথের বিজেপি প্রার্থী কাজলী বাদ্যকর-এর বাড়িতে। আক্রান্ত হন পরিবারের সদস্যরাও বলে অভিযোগ। কাজলী দেবীর স্বামী প্রধান বাদ্যকর জানান স্ত্রী প্রার্থী হওয়ার পর থেকে নাম প্রত্যাহার করার জন্য চাপ দেওয়া হলেও তিনি নাম প্রত্যাহার করেননি। সেই আক্রোশে মঙ্গলবার রাতে গণনার পর তার বাড়িতে হামলা চালায় তৃণমূলের একদল দুষ্কৃতী বলে জানান প্রধান বাবু। ভাঙচুর করা হয় ঘরের আসবাবপত্র, নষ্ট করে দেওয়া হয় রান্না করা খাবার, এমনকি পরিবারের সদস্যদেরও মারধর করা হয় বলে অভিযোগ।
আজ বুধবার আক্রান্ত প্রার্থীর বাড়িতে আসেন বিজেপির পশ্চিম বর্ধমান জেলা সভাপতি দিলীপ দে। অভিযোগ করেন তৃণমূলের দুষ্কৃতীরা এই কাজ করেছে। আক্রান্ত বিজেপি প্রার্থীর পরিবারের পাশে থাকার পাশাপাশি দুষ্কৃতীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান দিলীপবাবু। এই ঘটনায় তৃণমূল দলের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।