দুর্গাপুরে লরি হাইজ্যাক করে দিল্লির কৃষক আন্দোলনে সামিল, অবশেষে গ্রেফতার
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৮মেঃ
প্রায় ২০ লক্ষ টাকা’র লোহার রড হাইজ্যাক করার ঘটনায় অভিযুক্ত একজন লরি চালককে গ্রেপ্তার করল কোকওভেন থানার পুলিস। শনিবার দুর্গাপুর মহকুমা আদালতে অভিযুক্তকে পেশ করা হয়। ওই লরি চালকের নাম বলজিন্দার সিং। সে পাঞ্জাব জেলার ধরমকোট মোগা এলাকার বাসিন্দা। পুলিস জানিয়েছে, ২০২১ সালে দুর্গাপুরের সগড়ভাঙা এলাকার একটি বেসরকারি কারখানা থেকে ৩৪ মেট্রিক টন লোহার রড হাইজ্যাক করে ওই অভিযুক্ত লরি করে জম্মুর উদ্দেশ্যে রওনা হয়। এর পরেই লরি সহ লোহার রড নিখোঁজ হয়ে যায়। কারখানা কর্তৃপক্ষ কোকওভেন থানার পুলিসে অভিযোগ দায়ের করে। পুলিস ঘটনার তদন্ত নেমে অভিযুক্ত চালককে গ্রেপ্তার করতে পারেনি দীর্ঘদিন ধরে। ওই অভিযুক্ত চালক দীর্ঘদিন ধরে দিল্লিতে কৃষক আন্দোলনে থাকায় তাকে পুলিস গ্রেপ্তার করতে পারেনি। চলতি মাসের ২৩ তারিখ পুলিস তাকে গ্রেপ্তার করে পাঞ্জাব রওনা দেয়। তাকে গ্রেপ্তার করে এদিন দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে। আদালতের বিচারক ধৃতকে ৯ দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন।