স্বাস্থ্য পরীক্ষা শিবির
আমার কথা, উখড়া, ২৫ সেপ্টেম্বর:
আয়োজিত হল একদিনের স্বাস্থ্য পরীক্ষা শিবির । তৃণমূল প্রভাবিত ট্রেকার ইউনিয়ন ও আসানসোল মাইন্স বোর্ড অফ হেলথ এর যৌথ উদ্যোগে রবিবার স্বাস্থ্য পরীক্ষা শিবির টি হয় শংকরপুর মোড় ট্রেকার স্ট্যান্ডে । শিবিরটির উদ্বোধন করেন উখড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সরণ সাইগল । এদিন শিবিরে মোট ২৫০ জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয় বলে জানান শিবিরে উপস্থিত আসানসোল মাইন্স বোর্ড অফ হেলথ এর চিকিৎসক ডাক্তার অনুরুদ্ধ ঘোষ । উপপ্রধান সরণ সাইগল বলেন আসানসোল মাইন্স বোর্ড অফ হেলথের সহযোগিতায় প্রতিমাসে এলাকার বিভিন্ন জায়গায় এই ধরনের শিবির আয়োজন করা হয় । স্বাস্থ্য পরীক্ষা ছাড়াও এদিন শিবিরে বিনামূল্যে ওষুধ ও বিতরণ করা হয়।